উত্তর :
সৌন্দর্যবর্ধন বা বরকত হাছিলের উদ্দেশ্যে টাঙিয়ে রাখা বিদ‘আত। কেননা এর
পক্ষে শরী‘আতে কোন দলীল নেই। বিপদাপদ বা জিনদের অনিষ্টকারিতা হ’তে রক্ষা
পাওয়ার উদ্দেশ্যে ঘর বন্ধ করার জন্য টাঙানো শিরক। কেননা ইষ্টানিষ্টের মালিক
কেবলমাত্র আল্লাহ। এছাড়া আরবী হরফে কুরআনের আয়াত লিখে টাঙানো, দেওয়ালে
লেখা, আংটিতে বা কড়ি প্লেট ইত্যাদিতে লেখা, গাড়ীর মাথায় আরবীতে আল্লাহ,
মুহাম্মাদ, বিসমিল্লাহ ইত্যাদি লেখা সবই প্রদর্শনীমূলক কাজের অন্তর্ভুক্ত।
এসবই ভক্তির নামে সৃষ্ট বিদ‘আত মাত্র। রাসূল (ছাঃ) ও ছাহাবীগণের যামানায়
এসবের কোন অস্তিত্ব ছিল না। অতএব এ সকল বিদ‘আত অবশ্যই পরিত্যাজ্য (মুসলিম হা/১৭১৮)। তবে এগুলির অনুবাদ মাতৃভাষায় লিখে টাঙানো যায় উপদেশ লাভের জন্য। কেননা আল্লাহ বলেন, তুমি উপদেশ দাও। কারণ উপদেশ মুমিনের উপকার করে (যারিয়াত ৫৫)।