উত্তর : গায়ের মাহরাম নারীর সাথে প্রয়োজনে কথা বলা যাবে। কথা বলার সময় উভয়ে দৃষ্টি অবনত রাখবে (নূর ২৪/৩০-৩১)। নারী তার কণ্ঠস্বর স্বাভাবিক রাখবে (আহযাব ৩৩/৩২-৩৩)। পর্দার আড়াল থেকে কথা বলা বিধেয় (আহযাব ৩৩/৫৩)। নির্জনে কথা বলা যাবে না (তিরমিযী হা/১১৭১; মিশকাত হা/৩১১৮)। সর্বদা আল্লাহভীতি বজায় রাখবে (আ‘রাফ ৭/২৬)।
প্রশ্নকারী : রাজীবুল ইসলাম, বদরগঞ্জ, চুয়াডাঙ্গা।