উত্তর : ওযরের কারণে বন্দী জীবনে জুম‘আর ছালাত ওয়াজিব নয়। আল্লাহ বলেন, ‘তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় কর। তোমরা শোনো ও আনুগত্য কর’ (তাগাবুন ৬৪/১৬)।
তবে যদি লকআপে জুম‘আর ছালাত আদায় করা সম্ভব হয় এবং জেল কর্তৃপক্ষের
নিষেধাজ্ঞা না থাকে, তবে খুৎবা প্রদানের মাধ্যমে জামা‘আতের সাথে ছালাত আদায়
করতে পারবে (ফাতাওয়া লাজনা দায়েমা, ফৎওয়া নং ২০/৮২৬৭)।
ওমর (রাঃ)-কে বাহারায়নের লোকেরা জুম‘আর ছালাত সম্পর্কে জিজ্ঞেস করলে হ’লে তিনি লিখে পাঠান, جَمِّعُوْا حَيْثُمَا كُنْتُمْ ‘তোমরা যেখানেই জমা হবে, সেখানেই জুম‘আ পড়বে’ (মুছান্নাফ ইবনে শায়বা ১/৪৪০; ইরওয়া হা/৫৯৯-এর আলোচনা দ্রঃ ৩/৬৬ পৃঃ; ফাৎহুল বারী, জুম‘আ অধ্যায় ১১ অনুচ্ছেদের আলোচনা দ্রঃ ২/৪৪১)। কারণ জুম‘আর জন্য শর্ত হ’ল, খুৎবা ও জামা‘আত। আর সম্ভব না হ’লে যোহর পড়বে।