উত্তর : এরূপ অবস্থায় উক্ত স্বর্ণের মালিক হবে তার মা। যা তার কন্যাকে সাময়িকভাবে ধার স্বরূপ দেওয়া হয়েছে। অতএব মায়ের স্বর্ণের সাথে এটিকে মিলিয়ে একত্রে যাকাত দিতে হবে (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৮/৬৩)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘প্রত্যেক স্বর্ণ ও রৌপ্যের মালিক, যে তার হক (যাকাত) আদায় করে না, নিশ্চয়ই ক্বিয়ামতের দিন তার জন্য আগুনের বহু পাত তৈরী করা হবে’ (মুসলিম হা/৯৮৭; মিশকাত হা/১৭৭৩)।
অনেকে নিজের সম্পদ সাময়িকভাবে ছেলে-মেয়ে, স্ত্রীর মধ্যে ভাগ করে দিয়ে যাকাত থেকে বাঁচার জন্য হীলা-বাহানা করেন। যা চরম অন্যায় ও বোকামীর শামিল। কারণ আল্লাহ বলেন, ‘আল্লাহ সূদকে নিঃশেষ করেন ও ছাদাক্বায় প্রবৃদ্ধি দান করেন। বস্ত্ততঃ আল্লাহ কোন অবিশ্বাসী পাপীকে পসন্দ করেন না’ (বাক্বারাহ ২/২৭৬)। অতএব সম্পদ প্রবৃদ্ধি ও পবিত্র করণার্থে যাকাত প্রদান করাই জান্নাত পিয়াসী মুমিনের কর্তব্য।