উত্তর : অমুসলিমের জন্য আরবী মূল কুরআন স্পর্শ করা জায়েয নয়। রাসূল (ছাঃ) বলেন, পবিত্র ব্যতীত কেউ কুরআন স্পর্শ করবে না (ত্বাবারাণী, ছহীহুল জামে‘ হা/৭৭৮০)।
এটা ছোট ও বড় উভয় পবিত্রতাকে শামিল করে। আর অমুসলিমরা উভয় দিক দিয়েই
অপবিত্র। তবে অমুসলিমদের জন্য কুরআন শ্রবণ, কুরআনের তাফসীর বা অনুবাদ সহ
কুরআন স্পর্শ করে পড়ায় বাধা নেই (মাজমূ‘ ফাতাওয়া বিন বায ২৪/৩৪০)। নিঃসন্দেহে তাকে পূর্ণ সম্মান বজায় রেখে স্পর্শ করতে হবে।