উত্তর :
সালামের পরে মুছাফাহা করা সম্পর্কে ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে। কিন্তু দো‘আ
পড়া সম্পর্কে কোন ছহীহ হাদীছ পাওয়া যায় না। বারা ইবনে আযেব (রাঃ) বলেন, নবী
করীম (ছাঃ) বলেছেন, দু’জন মুসলিম ব্যক্তি সাক্ষাতে মুছাফাহা করলে তাদের
পৃথক হওয়ার পূর্বেই তাদের (ছগীরা) গোনাহ সমূহ ক্ষমা করা হয়’ (ছহীহ আবুদাঊদ হা/৫২১২; মিশকাত হা/৪৬৭৯)। মুছাফাহার সময় يَغْفِرُ اللهُ لَنَا وَلَكُمْ অথবাنَحْمَدُ اللهَ وَنَسْتَغْفِرُهُ পড়ার বিষয়ে মিশকাতে বর্ণিত হাদীছ যঈফ (যঈফ আবুদাঊদ হা/৫২১১; সিলসিলা যঈফাহ হা/২৩৪৪)।