মানুষ পৃথিবীতে আসে পিতা-মাতার মাধ্যমে। ফলে সন্তানের কাছে পিতামাতা অতি শ্রদ্ধার পাত্র এবং সদাচরণ পাওয়ার হকদার। আবার উভয়ের মধ্যে মায়ের সদাচরণ পাওয়ার অধিকার বেশী। পিতা-মাতার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। উওয়াইস আল-কারানী মায়ের সেবায় নিয়োজিত থাকার কারণে রাসূল (ছাঃ)-এর সাথে সাক্ষাৎ করতে পারেননি। মাতৃসেবার মাধ্যমে তিনি এতটাই মর্যাদা লাভ করেছিলেন যে, রাসূল (ছাঃ) স্বয়ং তার প্রশংসা করেছেন এবং তার সাথে কারো সাক্ষাৎ হ’লে তার নিকটে দো‘আ চাইতে বলেছেন। নিম্নের হাদীছে উওয়াইস আল-কারানীর মর্যাদা বর্ণিত হয়েছে।-

উসায়র ইবনু জাবির (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ)-এর অভ্যাস ছিল, যখন ইয়ামানের কোন সাহায্যকারী দল তার নিকটে আসত, তখন তিনি তাদের জিজ্ঞেস করতেন, তোমাদের মাঝে কি উওয়াইস ইবনু আমির রয়েছে? অবশেষে তিনি উওয়াইসকে পান। তখন তিনি বললেন, তুমি কি উওয়াইস ইবনু আমির? তিনি বললেন, হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি মুরাদ গোত্রের কারান বংশের? তিনি বললেন, হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি শ্বেত রোগ ছিল এবং তা আরোগ্য হয়েছে, কেবলমাত্র এক দিরহাম স্থান ব্যতীত? তিনি বললেন, হ্যাঁ। তিনি আবার জিজ্ঞেস করলেন, তোমার মা বেঁচে আছেন কি? তিনি বললেন, হ্যাঁ। তখন ওমর (রাঃ) বললেন, আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘তোমাদের নিকটে মুরাদ গোত্রের কারান বংশের উওয়াইস ইবনু আমির ইয়ামানের সাহায্যকারী দলের সাথে আসবে। তার শ্বেত রোগ ছিল। পরে তা নিরাময় হয়ে যায়। কেবলমাত্র এক দিরহাম (পরিমাণ স্থান) ব্যতিরেকে। তার মা রয়েছেন। সে তার প্রতি অতি সেবাপরায়ণ। এমন লোক আল্লাহর উপর শপথ করে নিলে আল্লাহ তা পূর্ণ করে দেন। সুতরাং তুমি যদি তোমার জন্য তাঁর নিকটে মাগফিরাতের দো‘আ চাওয়ার সুযোগ পাও তাহ’লে তা করবে’। কাজেই তুমি আমার জন্য মাগফিরাতের দো‘আ কর। তখন উওয়াইস (রহঃ) তার মাগফিরাতের জন্য দো‘আ করলেন।

অতঃপর ওমর (রাঃ) তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যেতে চাও? তিনি বললেন, কূফা অঞ্চলে। ওমর (রাঃ) বললেন, আমি কি তোমার জন্য কূফার গভর্ণরের নিকট চিঠি লিখে দিব? তিনি বললেন, আমি অখ্যাত গরীব লোকদের মধ্যে অবস্থান করাই পসন্দ করি। রাবী বলেন, পরবর্তী বছরে তাদের অভিজাত লোকেদের মাঝে এক লোক হজ্জ করতে আসল এবং ওমর (রাঃ)-এর সাথে তার দেখা হ’ল। তখন তিনি তাকে উওয়াইস কারানী (রহঃ)-এর অবস্থা সম্বন্ধে জিজ্ঞেস করলেন। সে বলল, আমি তাঁকে জীর্ণ ঘরে সম্পদহীন অবস্থায় রেখে এসেছি। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমাদের নিকট কারান বংশের মুরাদ গোত্রের উওয়াইস ইবনু আমির ইয়ামানের সাহায্যকারী সেনাদলের সাথে আসবে। তার শ্বেত রোগ ছিল। সে তা থেকে আরোগ্য লাভ করেছে, এক দিরহাম পরিমাণ জায়গা ব্যতীত। তার মা আছেন, সে তার অতি সেবাপরায়ণ। সে যদি আল্লাহর নামে শপথ করে তাহ’লে আল্লাহ তা‘আলা তা পূরণ করে দেন। তোমরা নিজের জন্য তার নিকট মাগফিরাতের দো‘আ চাওয়ার সুযোগ পেলে তা করবে।

পরে ঐ অভিজাত ব্যক্তি (হজ্জ থেকে ফিরে) উওয়াইস (রহঃ)-এর কাছে আসল এবং বলল, আমার জন্য মাগফিরাতের দো‘আ করুন। তিনি বললেন, আপনি তো নেক সফর (হজ্জের সফর) থেকে সদ্য প্রত্যাগত। সুতরাং আপনি আমার জন্য মাগফিরাতের দো‘আ করুন। সে ব্যক্তি বলল, আপনি আমার জন্য মাগফিরাতের দো‘আ করুন। উওয়াইস বললেন, আপনি সদ্য নেক সফর থেকে এসেছেন, আপনি আমার জন্য মাগফিরাতের দো‘আ করুন। এরপর তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি ওমর (রাঃ)-এর সাক্ষাৎ লাভ করেছেন? সে বলল, হ্যাঁ। তখন তিনি তার জন্য মাগফিরাতের দো‘আ করলেন। তখন লোকেরা তার (মর্যাদা) সম্পর্কে অবহিত হ’ল। তারপর তিনি সম্মুখ দিকে চললেন (অর্থাৎ নিরুদ্দেশ হয়ে গেলেন)। উসায়র (রাঃ) বলেন, আমি তাকে একটি ডোরাদার চাদর দিয়েছিলাম। এরপর যখন কোন ব্যক্তি তাকে দেখত, তখন জানতে চাইতো, উওয়াইসের নিকট এ চাদরটি কোথা থেকে আসল’? (মুসলিম হা/৬৩৮৬-(২২৫), ২৫৪২)।

শিক্ষা :

১. মায়ের সেবার মাধ্যমে আল্লাহর রিযামান্দী হাছিল করা যায়। ফলে আল্লাহও ঐ ব্যক্তির দো‘আ কবুল করেন।

২. সৎকর্মপরায়ণ লোকের কাছে দো‘আ চাওয়ার জন্য রাসূল (ছাঃ) অছিয়ত করেছেন।

৩. দেশের দায়িত্বশীল কর্মকর্তার সাহচর্য থেকে দূরে থাকা সালাফে ছালেহীনের অন্যতম বৈশিষ্ট্য।

৪. রাসূল (ছাঃ)-এর ন্যায় ছাহাবায়ে কেরাম ও তাবেঈনে এযাম দরিদ্র মানুষের সাথে থাকতে ভালবাসতেন।

৫. মুত্তাক্বী-পরহেযগার ব্যক্তি বয়সে ছোট এবং পদমর্যাদায় নিম্নস্তরের হ’লেও তার কাছে দো‘আ চাওয়া যায়।

পরিশেষে বলব, আলোচ্য হাদীছে মাতৃসেবার ফযীলত ও মুত্তাক্বীদের নিকটে দো‘আ চাওয়ার বিষয়টি বিশেষভাবে বর্ণিত হয়েছে। আমাদেরকেও মায়ের সেবার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাছিল করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তাওফীক দান করুন-আমীন!

-মুসাম্মাৎ শারমিন আখতার

পিঞ্জুরী, কোটালীপাড়া, গোপালগঞ্জ।






সৌন্দর্যই মর্যাদার মাপকাঠি নয় - মুহাম্মাদ আব্দুর রহীম
মানুষের কতিপয় অনুপম বৈশিষ্ট্য - মুহাম্মাদ আব্দুর রহীম
কবর আযাবের কতিপয় কারণ - মুসাম্মাৎ শারমিন আখতার
খুৎবাতুল হাজাতের গুরুত্ব ও ব্যক্তির উপরে তার প্রভাব - মুসাম্মাৎ শারমিন আখতার
নেতা কর্তৃক কর্মীর পরিচর্যা - মুহাম্মাদ আব্দুর রহীম
জন্মভূমি থেকে আবুবকর (রাঃ)-কে বহিষ্কার ও তাঁর অসীম ধৈর্য - মুহাম্মাদ আব্দুর রহীম
কাউকে জান্নাতী বা জাহান্নামী বলা যাবে না - আব্দুল্লাহ আল-মা‘রূফ
কবরে মানুষের পরীক্ষা - রফীক আহমাদ - বিরামপুর, দিনাজপুর
সন্তানের প্রতি নূহ (আঃ)-এর অন্তিম উপদেশ - মুহাম্মাদ আব্দুর রহীম
যাকাত না দেওয়ার পরিণাম - ড. মুহাম্মাদ আব্দুল হালীম
উমাইয়া বিন খালাফের ব্যাপারে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ভবিষ্যদ্বাণী - মুসাম্মাৎ শারমিন আখতার
নবী-রাসূলগণের পরিত্যক্ত সম্পত্তি ছাদাক্বা হিসাবে গণ্য হয় - মুসাম্মাৎ শারমিন আখতার
আরও
আরও
.