প্রশ্ন (৩০/৩০) : দুগ্ধপানকারী ছেলে শিশুর প্রস্রাবে কেবল পানির ছিটা দিয়ে ছালাত আদায় করা যায়। কিন্তু কন্যা শিশুর বেলায় প্রস্রাবের স্থান পানি দিয়ে ধৌত না করলে পবিত্র হয় না, এর কারণ কি?
685 বার পঠিত
উত্তর : রাসূলুল্লাহ (ছাঃ) কন্যা শিশুর বেলায় এরূপ করতে বলেছেন (ইবনু মাজাহ, আবুদাঊদ, মিশকাত হা/৫০১-২)।
এজন্য ধৌত না করলে পবিত্র হয় না। শরী‘আতের কোন বিধানই আল্লাহ তা‘আলা
বান্দার কল্যাণ ব্যতীত জারি করেননি, এ বিশ্বাস রেখেই আমল করতে হবে।