উত্তর :
এ কালেমার প্রচলন কখন থেকে হয়েছে, তা জানা যায় না। আব্দুল্লাহ ইবনু আববাস
বলেন, কালেমা ত্বাইয়েবাহ হ’ল ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (لا اله الا الله) (তাফসীর ইবনে আববাস, কুরতুবী, ইবনু কাছীর, সূরা ইবরাহীম ২৪ আয়াতের তাফসীর দ্রষ্টব্য)।
দুই অংশ বিশিষ্ট কালেমাটি কালেমা শাহাদাতের সংক্ষিপ্ত রূপ। এটাকে কালেমা
ত্বাইয়েবাহ বলা ঠিক নয়। সূরা ফাৎহ-এর ২৬ আয়াতে কালেমাতুৎ তাক্বওয়া-এর
ব্যাখ্যায় আতা আল-খোরাসানী বলেন, لا اله الا الله محمد رسول الله (দুররে মানছূর ৭/৪৬৬ পৃঃ, বর্ণনাটি সনদবিহীন)। এ কালেমাটি আরশের গায়ে লিখা ছিল মর্মে হাদীছটিও জাল (হাকেম হা/৪২২৭, সিলসিলা যঈফাহ হা/২৮০)।