উত্তর : আযরূকী তার ‘আখবারু মাক্কাহ’ গ্রন্থে (১/১৩০)
এ মর্মে চারটি ‘আছার’ বর্ণনা করেছেন, যার সবগুলিই মুনকার, যঈফ এবং ছহীহ
হাদীছের বিরোধী। ছহীহ হাদীছে বর্ণিত হয়েছে যে, রাসূল (ছাঃ) যখন বায়তুল্লাহর
মধ্যে ছবি দেখলেন তখন তিনি সেগুলো মুছে ফেলার নির্দেশ দেন। তা না মোছা
পর্যন্ত তিনি প্রবেশ করেননি (বুখারী হা/৩৩৫২)।