উত্তর : মুছল্লীদের পায়ের সাথে পা ও কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে দাঁড়ানো ছালাতের একটি গুরুত্বপূর্ণ অংশ (বুখারী হা/৭২৩; মুসলিম হা/৪৩৩; মিশকাত হা/১০৮৭)।
কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মহামারীর বিস্তৃতি রোধে ও নিজেকে হেফাযতের
লক্ষ্যে জামা‘আতে ছালাত আদায়কালে সাময়িকভাবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে
ছালাত আদায় করলে ছালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কেননা এতে শারঈ ওযর বিদ্যমান (বাক্বারাহ ২/১৭৩)।