উত্তর : যে সন্তান মাতৃগর্ভে চার মাস বা ১২০ দিন অবস্থান করার পর গর্ভচ্যুত হবে বা মারা যাবে সে সন্তান পিতা-মাতার উপকারে আসবে ইনশাআল্লাহ (নববী, আল মাজমূ‘ ৫/২৮৭; হাশিয়াতু ইবনু আবেদীন ২/২২৮)।
কারণ এ সময় তাকে জীবন, রিযিক ও বয়স দান করা হয় ও ভাগ্য লিখে দেওয়া হয়।
তাছাড়া রাসূল (ছাঃ) বলেন, ‘যাঁর হাতে আমার জীবন তাঁর কসম করে বলছি, যদি কোন
মহিলার গর্ভপাত হয়ে যায় এবং সেই মা ধৈর্য ধরে ছওয়াবের আশা করে, তাহ’লে সে
সন্তান তার নাড়ী ধরে টেনে তাকে জান্নাতে নিয়ে যাবে (ইবনু মাজাহ হা/১৬০৯; মিশকাত হা/১৭৫৪; ছহীহুত তারগীব হা/২০০৮)।