উত্তর
: বিদ‘আতীদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। যেমন- আল্লাহ বলেন, ‘আপনি বলে
দিন, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে জানিয়ে দিব?
(দুনিয়াবী জীবনে) যাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। অথচ তারা ভাবে যে, তারা
সুন্দর আমলই করে যাচ্ছে’ (কাহফ ১০৩-৪)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
‘তোমরা দ্বীনের মধ্যে নতুন সৃষ্টি করা হ’তে বিরত থাক। নিশ্চয় প্রত্যেক নতুন
সৃষ্টিই বিদ‘আত ও প্রত্যেক বিদ‘আতই গোমরাহী (আহমাদ, আবুদাঊদ, তিরমিযী, মিশকাত হা/১৬৫)। নাসাঈ-র বর্ণনায় এসেছে, ‘প্রত্যেক গোমরাহীর পরিণাম জাহান্নাম’ (নাসাঈ হা/১৫৭৮)। বিদ‘আতীর আমল কবুল হয় না (বুখারী হা/৩১৮০)। সে হাউয কাওছারের পানি পান করা হ’তে বঞ্চিত হবে (মুসলিম হা/৪২৪৩)। বিদ‘আতীর উপর আল্লাহ এবং ফেরেশতা ও সকল মানুষের লা‘নত বর্ষিত হয় (বুখারী হা/৩১৮০)।