প্রশ্ন (২৩/১০৩) : কারো গায়ে পা লেগে গেলে কি তাকে সালাম দিতে হবে? যদি সালাম না দেওয়া যায় তবে কী করণীয়?
775 বার পঠিত
উত্তর : এক্ষেত্রে সালাম দেয়ার কোন দলীল পাওয়া যায় না। তবে এ জন্য অনুতপ্ত হওয়া ও দুঃখ প্রকাশ করা উচিত। কারণ ঐ ব্যক্তি একে তাচ্ছিল্য ভাবতে পারে। আর কাউকে অসম্মান করা শরী‘আতে নিষিদ্ধ (মুসলিম, মিশকাত হা/৪৯৫৯)।