২০১৮ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা এক হাযার ৫৫৪ কোটি ডলার (১৫.৫৪ বিলিয়ন) রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছেন। ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠানো এই রেমিটেন্সের পরিমাণ বাংলাদেশী মুদ্রায় এক লাখ ৩০ হাযার ৫৪১ কোটি টাকারও বেশী। ২০১৭ সালে এর পরিমাণ ছিল এক হাযার ৩৫৩ কোটি ৫০ লাখ ডলার। এই হিসাবে ২০১৭ সালের চেয়ে ২০১৮ সালে ১৪ দশমিক ৮০ শতাংশ রেমিটেন্স বেশী এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছরের শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা ১২০ কোটি দুই লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। এটি ২০১৭ সালের ডিসেম্বরের চেয়ে তিন দশমিক ৩৫ শতাংশ বেশী। ২০১৭ সালের ডিসেম্বরে প্রবাসীরা পাঠান ১১৬ কোটি ৩৮ লাখ ডলার। উল্লেখ্য, বাংলাদেশের জিডিপিতে ১২ শতাংশ অবদান রাখছে প্রবাসীদের পাঠানো এই বৈদেশিক মুদ্রা।







আরও
আরও
.