উত্তর : আল্লাহর
বাণী, ‘নিশ্চয়ই যাক্কুম বৃক্ষ পাপীর খাদ্য হবে। এই আয়াতে ‘যাক্কুম’ বলা
হয়েছে। অন্যত্র এসেছে যরী‘। কোথাও এসেছে পুঁজ-রক্ত। কুরতুবী বলেন, এই
আয়াতগুলির মধ্যে সমন্বয় এই যে, জাহান্নামীদের অনেকগুলি স্তর থাকবে; একেক
স্তরের পাপীকে একেক ধরনের নিকৃষ্ট খাদ্য দেওয়া হবে’ (কুরতুবী, তাফসীর সূরা গাশিয়াহ ৬ আয়াত)।
আরবদের বুঝানোর জন্যই তাদের পরিচিত এ সকল নিকৃষ্ট বৃক্ষের উদাহরণ দেওয়া
হয়েছে। নিঃসন্দেহে জাহান্নামের সবকিছু হবে জাহান্নামের মতই। দুনিয়াতে যার
কোন তুলনা নেই।