উত্তর : এগুলি হিন্দুয়ানী বা বিজাতীয় প্রথার অনুকরণ হ’লে তা অবশ্যই বর্জনীয়। রাসূল (ছাঃ) বলেন, তোমরা মুশরিকদের বিরোধিতা কর (বুখারী হা/৫৮৯২; মিশকাত হা/৪৪২১)। অন্যত্র রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে ব্যক্তি সেই জাতির অন্তর্ভুক্ত গণ্য হবে’ (আবুদাউদ হা/৪০৩১; মিশকাত হা/৪৩৪৭; ছহীহুল জামে‘ হা/২৮৩১)।
তাছাড়া স্বাভাবিক সামাজিকতার বাইরে এই জাতীয় বাধ্যতামূলক রেওয়াজ
স্বামী-স্ত্রী উভয় পক্ষের উপরে নিঃসন্দেহে বাড়তি বোঝা সৃষ্টি হয়, যা যুলুম।
শরী‘আতে এগুলির কোন ভিত্তি নেই। অতএব এধরনের নিপীড়নমূলক সামাজিক রেওয়াজ
পরিত্যাজ্য।