উত্তর : শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না (নিসা ৪৮)। তবে মৃত্যুর পূর্বে শর্ত মাফিক তওবা করে মরার সুযোগ পেলে আল্লাহ্ শিরকের গুনাহ্ও ক্ষমা করে দিবেন (তওবা ৫; যুমার ৫৩)।
জাহান্নামের একটি উপত্যকাকে জুববুল হুযন (جب الخرن) বলা হয়েছে। যা থেকে বাঁচার জন্য জাহান্নাম দৈনিক চারশ’ বার করে আল্লাহর নিকট পানাহ চায়। সেখানে লোক দেখানো ক্বারীরা প্রবেশ করবে’। তবে উক্ত মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (যঈফ ইবনু মাজাহ হা/২৫৬; যঈফ তিরমিযী হা/২৩৮৩; মিশকাত হা/২৭৫)।