উত্তর : প্রতারণা
হবে না। কারণ প্রতারণার বিধান কেবল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, মাছ বা
অন্য প্রাণীর ক্ষেত্রে নয়। মাছকে আল্লাহ মানুষের খাদ্য হিসাবে সৃষ্টি
করেছেন। যেমন তিনি বলেন, ‘(লোনা ও মিঠা পানির দু’টি সমুদ্র থেকেই) তোমরা
তাযা গোশত (মৎস্য) ভক্ষণ করে থাক... যাতে তোমরা তাঁর অনুগ্রহ সন্ধান করতে
পার এবং যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর’ (ফাত্বির ৩৫/১২)। তিনি আরও বলেন, ‘আমরা তোমাদেরকে যে রূযী দান করেছি, তার মধ্যে পবিত্র বস্ত্তসমূহ ভক্ষণ কর’ (বাক্বারাহ ২/৫৭)।