উত্তর : বিয়ে অনুষ্ঠান ভিডিও করা যাবে না। কারণ এটি স্রেফ সখ মাত্র। ধর্মীয় অনুষ্ঠান ভিডিও করা যায় সেখান থেকে ধর্মীয় উপদেশ লাভের জন্য।
বর্তমান টিভি চ্যানেলগুলিতে পাপের অংশই বেশী। রাসূল (ছাঃ) বলেন, আদম সন্তানের উপর ব্যভিচারের একটি অংশ নির্ধারিত আছে। চোখের যেনা দেখা, কানে যেনা শ্রবণ করা, মুখের যেনা কথা বলা, হাতের যেনা স্পর্শ করা, পায়ের যেনা চলা এবং অন্তরের যেনা কল্পনা করা (মুসলিম হা/৬৯২৫; মিশকাত হা/৮৬)। অশ্লীল ছবি দেখা, গান বাজনা শ্রবণ করা এবং মুখে বলা ইত্যাদির মাধ্যমে যেনার মত নোংরামি ছড়াচ্ছে। অতএব এসব থেকে বেঁচে থাকা কর্তব্য।