উত্তর: জনৈকা কুরায়শী মহিলা কর্তৃক দাওয়াত প্রদান এবং রাসূল (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম কর্তৃক গ্রহণ মর্মে বর্ণিত ঘটনাটি ছহীহ (আহমাদ হা/২২৫৬২; ছহীহাহ হা/৭৫৪; ইরওয়া হা/৭৪৪)। তবে মাইয়েতের(। অতএব মাইয়েতকে কেন্দ্র করে মৃত্যুর দিন তার বাড়িতে খাবার জায়েয হওয়ার পক্ষে উক্ত হাদীছটি গ্রহণযোগ্য দলীল নয়।
প্রশ্নকারী : মশীউর রহমান, পাবনা।