উত্তর : উক্ত ফযীলত পেতে হ’লে ইমামের ছালাত সমাপ্ত করা পর্যন্ত সাথে থাকতে হবে (আবুদাঊদ হা/১৩৭৫; মিশকাত হা/১২৯৮)। ইমাম যদি বিতর সমাপ্ত করেন তাহ’লে ইমামের সাথে বিতর আদায় করবে। আর ইমাম বিতর আদায় না করলে মসজিদে বা বাড়ীতে বিতর আদায় করবে। তাহ’লে পুরো রাত ছালাত আদায়ের ছওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ (ছান‘আনী, আত-তানভীর ৩/৪৫৭; ওছায়মীন, আল লিকাউশ শাহরী ৮/৪৪)।
প্রশ্নকারী :শাহেদ, যশোর।