উত্তর : এমন ঘরে ছালাত আদায় করলে তার ছালাত হয়ে যাবে। কারণ এটি ছালাত ভঙ্গের কারণ নয় (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/২৫৪; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১২/২৯৪)। তবে এ ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে। কারণ যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না (বুখারী হা/৩২২৫; মুসলিম হা/২১০৪; মিশকাত হা/৪৪৯০)। এছাড়া ক্বিবলার দিকে সম্মানের উদ্দেশ্যে কোন ছবি টাঙানো থাকলে সেখানে ছালাত আদায় করা নিষিদ্ধ (নববী, আল-মাজমূ‘ ৩/১৮৫; ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ২২/১৬২; বাহুতী, কাশশাফুল কেনা‘ ১/৩৭০)।
প্রশ্নকারী : সুমাইয়া ইছমাত, রাজশাহী।