উত্তর : চাকুরী থেকে
অবসরকালীন প্রাপ্ত টাকা ব্যাংকে জমা রেখে, তা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পর সেই
টাকা দিয়ে হজ্জ বা অন্যান্য ইবাদত বৈধ হবে না। কারণ তা সূদের অন্তর্ভুক্ত।
ইবনু হাজার আসক্বালানী (রহঃ) বলেন, পণ্য বা অর্থের বিনিময়ে প্রদেয় অতিরিক্ত
পণ্য বা অর্থই হল রিবা বা সূদ’ (সূদ, পৃঃ৬)। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সূদকে হারাম করেছেন (বাক্বারাহ ২৭৫)। তবে শুধু পেনশনের টাকা হ’লে তা দিয়ে হজ্জ করা যাবে। কেননা তা চাকুরীকালীন প্রাপ্য বেতনেরই কর্তিত অংশ।