সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় শহর দুবাইয়ে অবস্থিত ১৬৩ তলা বিশিষ্ট বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলীফার বাসিন্দারা ভবনের উচ্চতার পার্থক্যের কারণে ৩টি ভিন্ন সময়ে ইফতার, মাগরিব ও ফজরের ছালাত আদায় করেন। এ ভবনের উপরের তলাগুলো থেকে সূর্যকে দীর্ঘ সময় ধরে দেখা যায় এবং সে কারণেই দুবাইয়ের ইসলামিক এ্যাফেয়ার্স বিভাগ বুর্জ খলীফার বাসিন্দাদের প্রতি নির্দেশ জারি করেছে যে, ভবনের নীচতলা থেকে ৮০ তলা পর্যন্ত বসবাসকারী লোকেরা দুবাইয়ের স্থানীয় সময় মেনে চলবেন। ৮০ থেকে ১৫০ তলা পর্যন্ত ভবনের বাসিন্দারা ২ মিনিট দেরীতে এবং ১৫০ থেকে ১৬৩ তলার বাসিন্দারা ৩ মিনিট দেরীতে ইফতার, মাগরিব ও ফজরের ছালাত আদায় করবেন।

[যারা বিশ্বের সর্বত্র একই সময়ে ছিয়াম ও ঈদের দাবী করেন, তারা এখন কি যুক্তি দিবেন? (স.স.)]







আরও
আরও
.