উত্তর : আল্লাহ তা‘আলা কুরআনে যাকাতের খাত স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। তিনি বলেন, ছাদাক্বাসমূহ কেবল (আট শ্রেণীর) লোকের জন্য। ‘ফক্বীর, অভাবগ্রস্ত, যাকাত আদায়ের কর্মচারী, ইসলামের প্রতি আকৃষ্ট ব্যক্তি, দাসমুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর রাস্তায় এবং (দুস্থ) মুসাফিরদের জন্য। এটি আল্লাহর পক্ষ হ’তে নির্ধারিত। আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়’ (তওবা ৯/৬০)। অতএব উক্ত আট খাতের বাইরে যাকাতের অর্থ বিতরণ করা যাবে না। উল্লেখ্য যে, কোন সংগঠন, সংস্থা, ফাউন্ডেশন যদি যাকাতের অর্থ বিতরণের দায়িত্বে থাকে, তবে বিতরণের জন্য আবশ্যকীয় ব্যয়সমূহ যাকাতের অর্থ থেকে গ্রহণ করতে পারে। তবে উক্ত সংস্থার জন্য প্রয়োজনীয় জমি, ভবন বা আসবাবপত্র ক্রয় করতে হ’লে অন্যান্য ছাদাক্বা বা অনুদান থেকে অর্থ সংগ্রহ করে করতে হবে।
প্রশ্নকারী : সামিরা, সিলেট।