১৯৭৯ সাল থেকে গত ৪৪ বছর যাবৎ ৮ হাযার গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিয়েছে রাজশাহীর বাগমারার ‘তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব’।
ক্লাবটি প্রতিবছর বিনা মূল্যে এলাকার গরীব, দুস্থ ও অসহায় রোগীদের জন্য চক্ষু শিবিরের আয়োজন করে থাকে। রোগীদের শ্রেণীবিভাগ করে প্রাথমিক চিকিৎসা, ব্যবস্থাপত্র, ওষুধ ও চশমা ফ্রি সরবরাহ করা হয়। ক্লাবের সদস্য ছাড়াও দলমত নির্বিশেষে স্থানীয় বিত্তশালীরা এই সেবা কার্যক্রমে সাহায্য করে থাকেন।
[জনসেবার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং অন্যদের প্রতিও এ থেকে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানাই (স.স.)]