উত্তর : বিশেষ কারণবশতঃ কুনূতে নাযেলাহ যে কোন ওয়াক্তেই পাঠ করা যায় (বুখারী হা/৭৯৭; মুসলিম হা/৬৭৮; নাসাঈ হা/১০৭৬)। রাসূল (ছাঃ) দীর্ঘ এক মাস যাবৎ এ দো‘আ পাঠ করেছিলেন (বুখারী হা/১০০২,৪০৯৪; মুসলিম হা/৬৭৭; মিশকাত হা/১২৮৯-৯০)। কিন্তু কোন দিন নির্ধারণ করেননি। অতএব জুম‘আর দিন ফজরের ছালাতে নিয়মিতভাবে এটি পাঠ করা বিদ‘আত। ইমাম নাখঈ, তাঊস, মাকহূল প্রমুখ বিদ্বানগণ জুম‘আর দিনকে কুনূতে নাযেলাহ পাঠের জন্য নির্দিষ্ট করাকে বিদ‘আত বলেছেন (মুছান্নাফ আব্দুর রাযযাক হা/৫৪৫৫-৫৭)। সুতরাং এভাবে নির্দিষ্ট না করে প্রয়োজনমত যেকোন দিন যেকোন ওয়াক্তে এটা পাঠ করা যাবে।