
উত্তর : বিতর ছালাত সুন্নাতে মুওয়াক্কাদাহ। এটা একাকী ও জামা‘আতে এক বা তিন রাক‘আত পড়া যায়। সুতরাং কেউ একাকী এক রাক‘আত বিতর আদায় করে চলে গেলে দোষণীয় নয়। তবে ইমামের সাথে শেষ পর্যন্ত ছালাত আদায় করার বিশেষ ফযীলত রয়েছে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি ইমামের সাথে সালাম ফিরানো পর্যন্ত ক্বিয়ামুল লায়েল করে, আল্লাহ তা‘আলা তার জন্য পুরো রাত ক্বিয়ামুল লায়েল করার ছওয়াব লিপিবদ্ধ করেন’ (নাসাঈ হা/১৬০৫; মিশকাত হা/১২৯৮; ছহীহুল জামে‘ হা/২৪১৭)।
প্রশ্নকারী : আব্দুর রহমান, বোয়ালিয়া, রাজশাহী।