উত্তর : উক্ত বর্ণনায়
কয়েকজন ত্রুটিপূর্ণ রাবী আছে। নাহশাল ইবনু সাঈদ নামক ব্যক্তি একজন সুপরিচিত
মিথ্যুক। মানছূর ইবনু জা‘ফর ও হাসান ইবনু হারূণ নামেও দুই জন অপরিচিত রাবী
আছে (বিস্তারিত দ্রঃ সিলসিলা যঈফাহ হা/৬২৭৩; মিশকাত হা/৪৯৪৪)। তবে মনে রাখতে হবে যে, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, পিতার সন্তুষ্টি ও অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি ও অসন্তুটি’ (তিরমিযী হা/১৮৯৯; মিশকাত হা/৪৯২৭) এবং ‘মায়ের পদতলে সন্তানের জান্নাত’ (নাসাঈ হা/৩১০৪; মিশকাত হা/৪৯৩৪)।