উত্তর : মসজিদের ভিতরে ক্রয়-বিক্রয় করা যাবে না। রাসূলুল্লাহ (ছাঃ) মসজিদে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন’ (আবূদাঊদ, মিশকাত হা/৭৩২)। তিনি আরও বলেন, যখন তোমরা মসজিদে ক্রয়-বিক্রয় করতে দেখবে তখন বলবে, আল্লাহ যেন আপনার ব্যবসায় লাভ না দেন (তিরমিযী হা/১৩২১; দারেমী হা/১৪০১; মিশকাত হা/৭৩৩;)। উপরন্তু জুম‘আর পূর্বক্ষণে যখন যতখুশী ছালাত আদায় করা যায় (মুসলিম, মিশকাত হা/১৩৮২), এমন একটি সময়ে নিলাম ডেকে নফল ছালাত আদায়রত মুছল্লীদের খুশূ-খুযূ বিনষ্ট করা নিতান্তই নিন্দনীয় কাজ। তবে ছালাত শেষে মসজিদের বাইরে নিলাম ডাকায় কোন বাধা নেই (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/২৮৭)।