উত্তর : একাধিক ওয়াজিব ছুটে গেলে একাধিক দম দিতে হবে। সুতরাং একটি দম দেওয়া যথেষ্ট হয়নি। বরং যে কয়টি ওয়াজিব ছুটে গেছে সেটি হিসাব করে দম দিতে হবে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১১/৩৪২; ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ২৩/৪০০)। আর যদি ওয়াজিবগুলো ভুলক্রমে তরক করা হয় এবং কাফফারা দিতে অক্ষম হয়, তাহ’লে আল্লাহর কাছে ক্ষমা চাইবে (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ক্রমিক ১৪৬১, ২৩/৪০১)।
প্রশ্নকারী : আবুল কালাম আজাদ, জামালপুর।