উত্তর :
আত্মহত্যা মহাপাপ। তবে আত্মহত্যাকারীর জানাযা পড়া যাবে। কেননা এই পাপের
কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না। কিন্তু তার জানাযায় মসজিদের ইমাম বা
কোন বুযুর্গ আলেম শরীক হবেন না। বরং অন্যেরা ছালাত পড়াবেন। রাসূল (ছাঃ)-এর
নিকট জনৈক আত্মহত্যাকারীকে আনা হ’লে তিনি তার জানাযা পড়াননি (মুসলিম হা/৯৭৮; নাসাঈ হা/১৯৬৪)। আর এটি ছিল অন্যদের জন্য শিক্ষাস্বরূপ’ (ইবনু মাজাহ হা/১৫২৬)। যাতে জীবিতরা বুঝতে পারে যে, এরূপ মহাপাপে জড়িয়ে পড়লে আমাদের জানাযাতেও তারা অংশগ্রহণ করবে না (নববী, শরহ মুসলিম ৭/৪৭)।