উত্তর : উক্ত ব্যক্তি ফকীর-মিসকীনদের মধ্যে শামিল হ’লে তাকে ফিদইয়া দেওয়া যাবে। আল্লাহ বলেন, আর যাদের জন্য এটি খুব কষ্টকর হবে, তারা যেন এর পরিবর্তে একজন করে মিসকীনকে খাদ্য দান করে (বাক্বারাহ ২/১৮৪)। যে ছিয়াম পালন করেনি, তাকেও ফিদইয়া হিসাবে খাদ্য প্রদান করা যাবে। আর ফিদইয়ার খাদ্য রামাযানে দেওয়াই উত্তম। তবে রামাযানের পরেও দেওয়া যায় (কাসানী, বাদায়ে‘উছ-ছানাএ‘ ৫/৯৬; যাকারিয়া আনছারী, আসনাল মাত্বালিব ১/৪৩০; মুগনিল মুহতাজ ২/১৭৬)।
প্রশ্নকারী : শাহাদত, আত্রাই, নওগাঁ।