উত্তর : প্রতারণাকারী ব্যক্তিই
দায়ী হবে। কারণ সে দু’টি অন্যায় করেছে। একটি হচ্ছে অন্যের সম্পদ নিজ নামে
করে নেওয়া। দ্বিতীয়টি হচ্ছে জমি ফেরত না দেওয়া। উক্ত দু’টি অন্যায়ই বান্দার
হকের সাথে জড়িত, যা বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করেন না (বুখারী হা/২৪৪৯; মিশকাত হা/৫১২৬)।
এক্ষণে ঐ ব্যক্তিকে জমি ফেরত দিতে হবে বা বর্তমান বাজার মূল্য প্রদান করতে
হবে। অতঃপর তার নিকট ক্ষমা চাইতে হবে। তবে উভয়ের মধ্যে সালাম-মুছাফাহা
অব্যাহত রাখতে হবে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত, হা/৫০২৭)।