উত্তর : সন্তানদের কোন সম্পদ দান বা হেবা করার সময় সমতা স্থাপন করা ওয়াজিব। কারণ রাসূল (ছাঃ) বলেন, তুমি আল্লাহকে ভয় কর এবং সন্তানদের মাঝে ইনছাফ কায়েম কর (বুখারী হা/২৫৮৭; মুসলিম হা/১৬২৩; মিশকাত হা/৩০১৯)। তবে কোন সন্তান যদি পিতার সম্পত্তি দেখাশোনা করে বা সম্পদ নিয়ে ব্যবসা করে তাহ’লে দেখা-শুনার জন্য মজুরী হিসাবে বা ব্যবসায়ের লভ্যাংশ থেকে কিছু সম্পদ লিখে দেওয়া যায় (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ২০/৫৩; উছায়মীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব ১৬/০২; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৬/২২৩ পৃ.)।
প্রশ্নকারী : আহমাদুল্লাহ ইফতিখার, নিয়ামতপুর, নওগাঁ।