উত্তরঃ মাথা দক্ষিণ দিকে রেখে বাম কাতে ফেলে যবহ করবে। তখন যবহকারী ক্বিবলামুখী হবে (সুবুলুস সালাম ৪/১৭৭ পৃঃ; মির‘আত ২/৩৫১)।
উল্লেখ্য, এ সময় ক্বিবলামুখী হওয়া ও ক্বিবলামুখী করা যরূরী নয়। তবে
ক্বিবলামুখী হয়ে এবং পশুকে ক্বিবলামুখী করে যবেহ্ করা উত্তম। আব্দুল্লাহ্
ইবনু ওমর (রাঃ) ক্বিবলামুখী হয়ে যবেহ্ করাকে পসন্দ করতেন। তার থেকে আরো
বর্ণিত হয়েছে যে, তিনি ক্বিবলামুখী না করে যবেহ্ করা পশুর গোশত খাওয়াকে
অপসন্দ করতেন (আলবানী, মানাসিকুল হাজ্জ্ব ওয়াল উমরাহ্, পৃঃ ৩৪)। অতএব বিষয়টি কেবল উত্তম আর অনুত্তমের ব্যাপার। যদি যরূরী হ’ত তাহ’লে অবশ্যই রাসূলুল্লাহ (ছাঃ) স্পষ্ট করে বলে যেতেন।