উত্তর : মানবদেহের অবাঞ্ছিত লোম ৪০ দিনের মধ্যে পরিষ্কার করা সুন্নাত (বুখারী হা/৫৮৯০; মিশকাত হা/৩৭৯)। অতএব তা ৪০ দিনের মধ্যে পরিষ্কার করা কর্তব্য (মুসলিম হা/২৫৮; মিশকাত হা/৪৪২২)। তবে কেউ কোন কারণে সময়মত পরিষ্কার করতে না পারলে তা ইবাদত কবুলের জন্য প্রতিবন্ধক নয় (নববী, শরহ মুসলিম ৩/১৪৯; শাওকানী, নায়লুল আওত্বার ১/১৪৩ পৃ.)। অনুরূপভাবে অবাঞ্ছিত লোম পরিষ্কার করার পর গোসল করাও শর্ত নয়।
প্রশ্নকারী : কায়ছার হানীফ, সাতকানিয়া, চট্টগ্রাম।