প্রশ্ন (১২/৯২) : সূরা আ‘লা পাঠ করার সময় ‘সুবহানা রবিবয়াল আ‘লা আল-মুকতাদিরাহ’ পাঠ করা যাবে কি?
720 বার পঠিত
উত্তর: ইমাম ‘সাবিবহিসমা রবিবকাল আ‘লা’ পাঠ করলে-এর জবাবে ‘সুবহানা রবিবয়াল আলা’ বলতে হবে (আহমাদ, আবুদাঊদ, হাকেম, মিশকাত, ‘ছালাতে ক্বিরা‘আত’ অধ্যায় হা/৮৫৯; ছহীহুল জামে‘ হা/৪৭৬৬)। তবে এর সাথে ‘আল-মুকতাদিরাহ’ যোগ করার কোন প্রমাণ নেই।