উত্তর : ভালোবাসা, দয়া বা স্নেহ প্রকাশার্থে মাহরাম নারী-পুরুষের জন্য আলিঙ্গন ও কপাল বা গালে চুম্বন করা জায়েয। সে হিসাবে পিতা-মাতা তাদের সন্তানদেরকে কিংবা ভাই-বোন পরস্পরের কপালে বা গালে চুম্বন দিতে পারে এবং কোলাকুলিও করতে পারে। তবে কারো মনে অনৈতিক চিন্তার উদ্রেক ঘটার আশংকা থাকলে তা থেকে বিরত থাকতে হবে (ইবনুল মুফলেহ, আল-ইক্বনা ৩/১৫৬; আল-আদাবুশ শারইয়াহ ২/২৫৬; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ১৩/১৩০; ফাতাওয়া ইসলামিয়াহ ৩/৭৮-৯)।
প্রশ্নকারী : মুহাম্মাদ হোসাইন, ঢাকা।