উত্তর
: তাওয়াফ বারবার করা যায়। কারণ নফল তাওয়াফের সময় ও সংখ্যা নির্দিষ্ট নেই।
রাসূল (ছাঃ) বলেন, তাওয়াফকারীর প্রতি পদক্ষেপে একটি দাস মুক্তির ছওয়াব
পাওয়া যায়, দশটি করে গুনাহ ঝরে পড়ে ও দশটি করে নেকী লেখা হয় এবং দশগুণ
মর্যাদা বৃদ্ধি করা হয় (আহমাদ হা/৪৪৬২; তিরমিযী হা/৯৫৯, মিশকাত হা/২৫৮০)। অন্য বর্ণনায় এসেছে, সে নবজাতকের মত কলুষ মুক্ত হয়ে যায় (ছহীহুত তারগীব হা/১১১৩)। এছাড়া এর মাধ্যমে তার পূর্বের গুনাহ সমূহ মাফ করে দেওয়া হয় (ছহীহুত তারগীব হা/১১১২; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়াহ ১৯/১৩৩)।
উল্লেখ্য, তাওয়াফ করার সময় প্রতি দফায় মোট সাতবার চক্কর দিবে। ইচ্ছাকৃতভাবে এর কম বা বেশী করা যাবে না (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ২২/২৯৫)।
প্রশ্নকারী : ওবায়দুর রহমান, নিউইয়র্ক, আমেরিকা।