উত্তর : ত্বাউন
বা প্লেগ রোগ হ’ল একটি বিশেষ ঘা, যা দেহের প্রতিটি অঙ্গ তথা হাত, পা, বগল
পেট, পিঠসহ পুরো দেহে দেখা যায়, যাতে শরীর ফুলে যায় এবং এতে প্রচন্ড ব্যথাও
হ’তে পারে (নববী, শরহ মুসলিম ১৪/২০৪; শারহুস সুয়ূতী আলা মুসলিম ৫/২৩১)।
আর মহামারী (ওয়াবা) হ’ল সকল প্রকারের ছোঁয়াচে রোগের সমষ্টি, যার মধ্যে
প্লেগ (ত্বাঊন) অন্যতম। অর্থাৎ প্রত্যেক প্লেগই মহামারী। কিন্তু প্রত্যেক
মহামারীই প্লেগ নয় (ইবনুল ক্বাইয়িম, যাদুল মা‘আদ ৪/৩৪)। আবার কোন
কোন হাদীছে মহামারীকে প্লেগ অর্থে নেওয়া হয়েছে। অর্থাৎ মহামারী তথা বিভিন্ন
ছোঁয়াচে রোগে যেমন বহু মানুষ মারা যায়, তেমনি প্লেগেও বহু মানুষ মারা যায় (বুখারী হা/৫৭২৯; মুসলিম হা/২২১৯)।