উত্তর : রাসূল (ছাঃ) ওহোদের শহীদদের কবরে মাথার দিক থেকে পায়ের দিকে তিনবার মাটি ছড়িয়ে দিয়েছেন (ইবনু মাজাহ হা/১৫৬৫; ইরওয়া হা/৭৫১, সনদ ছহীহ)। অতঃপর তিন অঞ্জলী বা তিন মুষ্ঠি দু’ধরনের বর্ণনাই এসেছে, যার দু’টিই যঈফ (আলোচনা দ্রষ্টব্য : ইরওয়া হা/৭৫১)। অতএব যার যেভাবে সুবিধা হবে, তিনি সেভাবে তিন বার কবরের উপর মাটি ছিটিয়ে দিবেন (নববী, আল মাজমূ‘ ৫/২৯৩; ইবনু কুদামাহ, মুগনী ২/৩৭২-৭৩)।
প্রশ্নকারী : জাহাঙ্গীর আলম, নলডাঙ্গা, নাটোর।