উত্তর : মসজিদ বসবাসের স্থান নয়। বরং ইবাদতের স্থান। তবে যদি মসজিদ কমিটি মসজিদের পবিত্রতা রক্ষা করে ইমামের জন্য মসজিদ সংলগ্ন স্থানে কোন বাসগৃহ নির্ধারণ করে, সেখানে তিনি সপরিবারে বসবাস করতে পারেন (ফাতাওয়া লাজনা দায়েমাহ, ২য় ভাগ, ৫/২২১-২২; ওছায়মীন, ফাতাওয়াল হারামিল মাক্কী ১৭/১৪১৮)। আর সাধারণভাবে ইমাম বা মুওয়াযযিন একাকী মসজিদের যেকোন স্থানে রাত্রিযাপন করতে পারেন (বুখারী হা/৪৪০, ৩৭৩৮; আহমাদ হা/৫৩৮৯)।
প্রশ্নকারী : আব্দুল হালীম, সন্তোষপুর, পবা, রাজশাহী।