উত্তর : উক্ত
সংখ্যাটি ‘বিসমিল্লা-হির রহমানির রহীম’-এর পরিবর্তে লেখা হয়। সূরা নামল-এর
৩০নং আয়াত ‘বিসমিল্লা-হির রহমা-নির রহীম’-এ ১৯টি হরফ রয়েছে। আবজাদী নিয়ম
অনুসারে প্রত্যেক হরফের মান ধরে সেগুলির সমষ্টিগত রূপ হচ্ছে ৭৮৬। এরূপ লেখা
কুরআন-হাদীছ সম্মত নয়। এতে কোন নেকী পাওয়া যাবে না। বরং এরূপ করা আল্লাহর
আয়াতের বিকৃতি ও তাকে নিয়ে খেলা করার শামিল।