উত্তর :
ইফতারের পূর্বে সম্মিলিতভাবে হাত তুলে দো‘আ করার কোন দলীল পাওয়া যায় না।
নির্দিষ্টভাবে ইফতারের সময় দো‘আ কবুল হয় মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে তা
যঈফ (ইবনু মাজাহ হা/১৭৫৩; মিশকাত হা/২২৪৯; যঈফুল জামে‘ হা/১৯৬৫)। তবে ছিয়াম পালনকারীর দো‘আ কবুল করা হয় মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ (ইবনু মাজাহ হা/১৭৫২)। এমনকি মুসলমানের দো‘আ দিন-রাত সর্বাবস্থায় কবুল হয় (ছহীহুত তারগীব হা/১০০২)। সুতরাং বিশেষভাবে ইফতারের সময় নয়, বরং ছিয়াম অবস্থায় যেকোন সময় দো‘আ করার বিষয়টিই প্রমাণিত।
প্রশ্নকারী : মুহাম্মাদ হোসাইন, সুলতানপুর, নওগাঁ।