উত্তর : উক্ত বোন পিতার সম্পদে ওয়ারিছ হবে না। কারণ সে এখন অমুসলিম। রাসূল (ছাঃ) বলেন, মুসলিম কোন কাফেরের ওয়ারেছ হবে না এবং কাফের কোন মুসলিমের ওয়ারেছ হবে না’ (বুখারী হা/৬৭৬৮; মুসলিম হা/১৬১৪; মিশকাত হা/৩০৪৩)। তবে যেহেতু উক্ত বোন নাবালক অবস্থায় হিন্দু হয়েছে সেহেতু তাকে বুঝিয়ে ইসলামের দিকে আহবান করতে হবে। বিভিন্ন উপায়ে বা সহযোগিতার মাধ্যমে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে হবে (তওবাহ ৯/৬০)। তাছাড়া বোন হিসাবে তার সাথে সর্বদা সদাচরণ করবে (মুমতাহিনা ৮)।
প্রশ্নকারী : আব্দুল মান্নান, পশ্চিমবঙ্গ, ভারত।