উত্তরঃ
জন্মনিয়ন্ত্রণের জন্য অস্ত্রোপচার করানো গুনাহের কাজ। কিন্তু এ গুনাহের
কারণে কেউ অমুসলিম হয় না। অতএব প্রশ্নে উল্লেখিত ব্যক্তি যেহেতু একজন
মুসলিম সেহেতু তার পিছনে ছালাত আদায় করলে ছালাত হয়ে যাবে। কিন্তু যদি
অধিকাংশ মুছল্লী শরী‘আত সম্মত কোন কারণে কোন ইমামের পিছনে ছালাত আদায় করতে
না চাওয়া সত্ত্বেও তিনি ইমামতি করেন তাহ’লে ইমামের ছালাতে সমস্যা হবে
মুছল্লীদের নয়। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তিন শ্রেণীর মানুষের ছালাত কবুল
হয় না ... (তাদের একজন হচ্ছে) সেই ইমাম লোকেরা যাকে অপসন্দ করা সত্ত্বেও সে
ইমামতি করে’ (আবূদাঊদ, ইবনু মাজাহ, মিশকাত হা/১১২৩ ‘ইমারত’ অনুচ্ছেদ; ছহীহ তিরমিযী হা/৩৬০)।