উত্তর :
চিল্লা প্রথার প্রমাণে কোন হাদীছ নেই। এগুলি কপোলকল্পিত পদ্ধতি। এর ভিত্তি
হচ্ছে মাওলানা ইলিয়াসের স্বপ্নের উপর। যেমন তিনি বলেন, এই তাবলীগের নিয়ম
আমার নিকটে স্বপ্নে প্রকাশিত হয় (আব্দুর রহমান উমরী, তাবলীগী জামা‘আত (নয়াদিল্লী : দারুল কিতাব, ১৯৮৮, পৃঃ ১৩)।
১ চিল্লা, ৩ চিল্লা, বছর চিল্লার জন্য কোটি কোটি গুণ ছওয়াব ও মিথ্যা
ফাযায়েলের কথা বলে মানুষকে ঘর থেকে বের করে নেওয়া হয়। তাকে পারিবারিক ও
সামাজিক দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখা হয়, যা একেবারেই অন্যায়। সুতরাং
সংসারধর্ম ত্যাগ করে এসব চিল্লা দেওয়া থেকে বিরত থাকতে হবে।