উত্তরঃ
কোন শরী‘আত সম্মত কারণে গোসল করতে অপারগ হ’লে অথবা গোসল করার মত পানি না
থাকলে যদি ওযূ করার সমান পানি থাকে তাহ’লে ওযূই করবে। আর যদি মোটেও পানি না
থাকে তাহ’লে শুধু তায়াম্মুম করবে। আয়াতের বিধানটি পানি না থাকার ক্ষেত্রে।
আর আয়াতে শুধুমাত্র গোসলের পানি না পেলেই তায়াম্মুম করতে হবে এটা বুঝায়নি।
বরং ওযূর পানি না থাকলেও তায়াম্মুম করবে এ বিধানকেও সম্পৃক্ত করেছে। আয়াতে
বলা হয়েছে ‘তোমরা যদি পানি না পাও’। অতএব গোসলের পানি না থাকলে যদি ওযূর
পানি থাকে তাহ’লে ওযূ করবে। ফলে তাহরীকের ফৎওয়া ও আয়াতের মধ্যে কোন
বৈপরীত্য সৃষ্টি হয়নি।